বিধাতা তোমার নিষ্ঠুর মন দিয়ে
পাঠিয়েছে ধরনীতে,
তুমি শুধু কাঁদাতে পারো
হাসি পারনা দিতে।
চারিদিকে তোমার ছবি
অনায়াসে আসে ভেসে,
বিচলিত মন কাঁদে প্রতিক্ষন
তুমি না থাকলে পাশে।
কথা দিয়ে কথা রাখনি
নিষ্ঠুর মুখের ভাষা,
তোমার কারনে বিফল হয়েছে
আমার মনের আশা।
তোমার অভিমান জানিনা কতদিন
থাকবে ধরনীর বুকে,
পরকে কাঁদিয়ে নিজেকে সাজিয়ে
আছো তো বেশ সুখে।
তুমি পাষান তাই বলে আমি
তোমায় করিনা ঘৃনা,
তোমার কাছে প্রশ্ন আমার
কেন হলে হৃদয়হীনা।