জীবন কেবল একটা রেখা নয়,  
নয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সোজা টানা  
জানি বাঁক নেয়, যায় থেমে, হয় আবার শুরু—  
ভাঙা সেতুর মতো,  
দাঁড়িয়ে মানুষ মাঝখানে, শূন্যে  রাখে পা ।

সকাল বলে— “তুমি পারো”,  
রাত বলে— "একা তুমি তবুও"
মুখে হাসি থাকে, পকেটে থাকে কিছু স্বপ্ন,  
তবুও ভেতরে জমে ওঠে  
একটা নীরব প্রশ্ন— আমি কে?

বন্ধু আসে, দূরে যায়,  ফিরেও দেখে না কেউ—  
আয়নার ভেতরের মানুষটা  
মনে হয় অচেনা কেউ।  
কেউ জানে না— কে অভিনয়ে বাঁচে, নাকি মরে৷

তবুও ব্যাখ্যা চাইনা না জীবনের
প্রশ্নের চেয়ে উত্তর ক্লান্ত বেশি আজ ।  
শুধু হেঁটে যেতে চাই, একেকটি নিঃশ্বাসকে  
একেকটি পদক্ষেপ ধরে  
এক বিস্ময়কর অজানা গন্তব্যর পথে।

কুড়িগ্রাম সদর
০৭/০৬/২০২৫