ভেবেছিলাম তোমাকে একটা গোলাপ দিবো
অন্তত দশ হাজার ঘ্রাণ থাকবে তাতে
অগণিত ভ্রমরের গান আর গোলাপের সুঘ্রাণে
একাকীত্ব কিংবা বিষন্নতা থাকবে না তোমার জীবনে।
ভেবেছিলাম তোমাকে একটা আকাশ দিবো
একেবারে হবে তোমার নিজস্ব একটা আকাশ,
অন্তত দশ হাজার কোটি তারা থাকবে তাতে।
বিষন্ন সন্ধ্যায় তুমি
হঠাৎ আকাশ পানে চাইলে
যেন একরাশ স্নিগ্ধতা ছুয়ে যায় তোমার মনে।
তুমি বলেছিলে প্রবহমান নদীর কোন দুঃখ থাকে না
আমি ভেবেছিলাম তোমাকে একটা প্রবহমান নদী দিবো
তোমারও কোন দুঃখ থাকবে না।
কিন্তু না তুমি ওসব কিছুই চাওনি আমার কাছে
শুধু শুনেছি তুমি কবিতা ভালোবাসো।
কিন্তু আমি তো কোনো কবি না
লিখতেও পারি না কোনো কবিতা।
তবুও কেন জানি আজ
কবি হতে মন চাইছে, লিখতে ইচ্ছে করছে কবিতা।
কুড়িগ্রাম সদর
১৯/১২/২০২৩