আমার ঘরময় তোমাকে দেখি মায়া,...
আমার আঙ্গিনায়...
আমার সিঁড়িতে
তোমার পায়ের শব্দ,
আমার টাওয়েলে তোমার গন্ধ,
আমার চাদরে তোমার স্পর্শ,
আমার বালিশে তোমার ফিসফাস,
শিথানের পাশে দুটি কাঁকড়া,
বাদামী খামে মোড়ানো
ভাঙ্গা চুড়ি ও একটি হৃদয়!
আমার ঠোঁটে তোমার অম্ল স্বাদ
আমার চোখের মাঝখানে
আলুথালু তুমি..আমার তুমি,
আমার গায়ে মুখে কাপড়ে স্বর্ণের রেনু,
হৃদয়ে তোমার অশ্রু...
বড় ভালো লাগে মায়া,
বড় ভালো;
অবসরে ওদের নেড়ে চেড়ে দেখতে
বড় আনন্দ আমার!
বলতে পারো মায়া...
জলহস্তীর আসল সৌন্দর্য কোথায়,
কিংবা কোথায় লুকানো থাকে
মালতীর মায়াবী রুপ...
ইগলু ললি অথবা পপকর্নের স্বাদ?
জানো কি মায়া?


© আজিজুর রহমান খান