কেমন আছিস রাধা?
ভাবছিস ভুলে গিয়েছি?
অভিমানে মুখ ভার করে আজও বসে আছি খেয়ার ওপোর?
ভাবছিস, ভালবাসায় ভাটা পড়েছে বুঝি?
এই দেখ, কত দিন বাদে দেখা
অথচ বকে চলেছি আমি একা।
যাজ্ঞে, এবার আসল কথায় আসি।
তুই যাবার বেলায় সেই যে বাশি রেখেছি...
আজ অবধি হাতে ওঠেনি তা আর।
শ্যামা পাখিটি ঘরে ফেরেনি আজো।
ঐ দেখ, মগ ডালে বাসাটি পড়ে আছে অনাদরে।
সন্ধে তারা সে কবে থেকে রয়েছে অভিমানে
আমার সাথের অভিমানগুলি রটেছে বহু কানে।
সব, তোর জন্য। তুই একাই দায়ী।
এতো দিন কেন ফিরিসনি তুই? কেন বেধেছিলি আড়ি?
রাধাঃ ইস, কেবল আমিই বুঝি দোষী?
আমি কি বলে গিয়েছি তোমায়, বাজিও না আর বাশি?
ওদের মত আমিও অতৃপ্ত না শুনে সে বাশির সুর
সব অভিমান ভুলে কৃষ্ণ মোর তৃষ্ণা কর হে দুর। -আজনাদ