কে যেনো আজ কেড়ে নিয়ে গেছে-
ময়লা মলাটের সেই কবিতার খাতা,
আর থাকে না উস্কো এলো চুল-
আধ ভাজ করা ফুল শার্টের হাতা।
এ মস্তিষ্কে কি জানি আজ বেধেছে একটা বাসা,
অনুকরণে অভ্যস্ত সে, হারিয়ে নিজের ভাষা।