নয়না তুমি, আঁখির জালে জড়ালে আমার মন
নয়না এ কি জাদু মাখা গো তোমার আঁখির কোণ?
মন ভাবে আজ দু'হাত বাড়িয়ে তোমায় একটু ছুই
তুমি তো আমার প্রিয়তমা হে, তুমি রজনী, গোলাপ, জুই।


নয়না তুমি, হাসির ছলে গলালে এ হৃদে সীমার
নয়না এ কি মায়ার ডোরে বাধিলে ধরাতে আমার?
প্রানের চেয়ে দামি গো তুমি কোথা যে তোমায় থুই?
তুমি যে আমার প্রাণ প্রিয়া ওগো, তুমি রজনী, গোলাপ,জুই।


নয়না তুমি রঙ্গিন শাড়ি, রেশমি চুড়ির ঝংকার
নয়না তুমি আমার প্রেম আমার ক্যাবের হুংকার।
নয়না তুমি বুকের মাঝে এক খণ্ড ত্রিভুজ ভুই
তুমি আমার পাপড়ি পল্লব, তুমি রজনী, গোলাপ, জুই।
                                                     ১৮/১২/২০১৪