রোদ্র তাপে বাষ্প হওয়া জলরাশি ঘনীভূত হয়ে ফিরে এসেছে
আবার মেঘনার বুকে বৃষ্টি হয়ে।
তবুও পাইনি তার দেখা....
সে আসেনি একবারও নবীন গোলাপের কুড়ি হাতে,
বলতে ভালবাসি।
সমুদ্রের হাজার হাজার বালুকণা মেঘ চুয়ানো আলো পেয়ে
ফের চিকচিক করে জানিয়েছে তারা আছে।
তবু দেখা মিললো না আজো তার...
বাতাসের অসভ্য আচরণে তার এলিয়ে যাওয়া চুল ধরে হলো না বলা,
তুমি সুন্দর....
হলো না সাথে চলা, সাথে পাগলামি পাশাপাশি।