আয় তোকে একটু দেখি,
তোর দু'গালে হাতটি রেখে তোর সুখটি মাখি
আয় তোকে একটু দেখি।
তোর চোখে রাখি চোখ, দেখতে থাকি অপলক,
কর আদুরে জোরাজোরি, দেখা রুপের একটু ঝলক
তুই ভিষণ রেগে বল, "ছাড় আমায় দুস্টু লোক।"


আয় তোর হাত দুখানি ধরি
তোর নেশাতে মেতে শখের বাড়াবাড়িই করি
দে হাত দু'খানি ধরি।
তোর নরম হাতের ছোয়া করুক না হয় একটু পাগল
মনের সকল কথা বের হয় বেরুক অনর্গল
আর-
হাতটি ছাড় আমার তুই রাগ দেখিয়ে বল।


আয় তোকে ভালবাসি
দেখি আজ পাগল হয়ে তোর ঠোটের কোণের হাসি
আয় তোকে ভালবাসি।
তোর কোমল হৃদয়টাকে ভালবাসতে মনটা সাধে
কেন করিস এমন বল, কিসে এতো বাধে?
তুই মুখ লুকিয়ে ফেল, মাথা রাখ আমার কাধে।