মেয়েটির কন্ঠে ছিলো,
বাস্তবতার মিছিলের সুর।
মেয়েটি ভালবাসতে চাইনি এমন নয়,
ভয় তাকে ভাবিয়েছিলো বহুদুর।
মেয়েটি আমার পাশে বসেছিলো ঠিকই,
হয়তো ভেবেছিলো কিছুটা আপন।
দ্বিধা তার ছাড়েনি পিছু সেদিন,
লুট করেছিলো একগুচ্ছ স্বপন।
সে আজও ভাবে,
সেদিনের ভালবাসা ছিলো পাগলামি।
তবু আমি তো জানি,
সে আমার কাছে সেই আগের মতই দামি।
-আজনাদ (প্রমাতিত হৃদয়ের জন্য)