প্রিয় পৃথিবী,
প্রতিটা বিষয়ই তুমি অবগত জেনেই বলছি,
প্রত্যেক সম্পাদিত কাজেরই একটি ব্যাখ্যা সম্পাদনকারীর নিকট থাকে।
মানুষ কেবল কাজটাই দেখে, কিন্তু তারা যদি ব্যাখ্যা সম্পর্কে অবগত হইতো
তবে ধরণীতে ভুল বোঝাবুঝির মাত্রা অনেকাংশেই কমে যেত।
সে যাই হোক,
সত্য অসুন্দর হলেও তা মেনে নেওয়ার ক্ষমতা আমার আছে।
মেনে নিলাম, ধন্যবাদ পৃথিবী।
আরো কিছু দিন তোমার স্পর্শে থাকতে হবে, নিয়ম মেনে।
তুমি অনিয়মিত ভাবেই আমাকে ক্ষমা করো।
তবু, এ মনের পূজার ফুল তোমার জন্য।
- আজনাদ