এই রাস্তার শেষ সীমানায় ছিলো একটি বাড়ি
বারান্দায় দেখেছিলাম তাকে পরনে ছিলো নীল শাড়ী
সেই থেকে বিকেল বেলার গন্তব্য ছিলো খেলার মাঠ
আমিও জানি, রোজ খুজতে তুমি সবার মাঝে
আমার এক রঙা সবুজ শার্ট।
তোমার অবাধ্য চোখগুলি এড়াতে পারেনি আমার নজর
পড়েছে চোখে চোখ তখনই দেখেছি সেই লজ্জা মাখা হাসি।
হাতের ব্যাটটা ছিলো মুলত উপলক্ষ, উদ্দেশ্য ছিলে তুমি
জানি বুঝতে, তবু চাহনিতে রেখেছিলে রাজ্যের নেকামি।
আজ বছর দশ পর, আবার এলাম সেই রাস্তার শেষ সীমানায়
মাঠটি নেই, গজিয়েছে ফুটপাতে কয়েকটি দোকান
অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে খুঁজেছি তোমায়
মনে হয়েছে বারান্দাটা ব্যবহার হয়না অনেক দিন।
অবাক লাগে ভেবে তখনকার অংক খাতা...
যেখানে ছিলো তোমার নাম, আর কিছু বাড়াবাড়ি
এখন ভাবি, হাসিও অকপটে
সেই ছেলেবেলার ভালবাসা, মিশে গিয়েছে মাঠটির সাথে
খুব সহজে, আর অনেক তাড়াতড়ি।