বাবার জন্য প্রার্থনা
বিধান চন্দ্র ধর


ছুটির দিনে বাসায় বসে
ভাবছি একক মনে,
কভু কি আর দেখা হবে
বাবা তোমার সনে?
তোমার মুখের কথা যে আর
কানে আসে নাকো,
ওপারেতে তুমি বাবা
অনেক ভালো থেকো।
তোমার মতো ডাকেনা কেউ
মিষ্টি মধুর সুরে,
বাবা বলে ডাকতে আমায়
যতই থাকতাম দূরে।
বাড়ি ফিরলে দেখিনাতো
আমার প্রিয় মুখটি,
বিধি আমার কেড়েই নিল
আমার অতি সুখটি।
তবুও বিধি তোমার কাছে
এই নিবেদন করি,
সুখে রেখো মোর বাবাকে
অনন্তকাল ধরি।