বাদলা দিনে
বিধান চন্দ্র ধর
চান্দলা,বি-পাড়া,কুমিল্লা


আষাঢ় শ্রাবণ মেঘলা দিনে
গুড়িগুড়ি বৃষ্টিতে,
কি অপরুপ দৃশ্য দেখ
বিধাতার এই সৃষ্টিতে।


মাঠের উপারে বট গাছটা
আছে নিশ্চুপ দাঁড়িয়ে,
নুয়ে আছে দু-খানা ডাল
যেন দু-হাত বাড়িয়ে।


ছাতা মাথায় দিয়ে খোকা
ঘুরছে বাদলা দিন বেলা,
মন বসেনা ঘরে যে আর
হয়নি যে তার আজ খেলা।


গগন পানে চেয়ে দেখ
মেঘে ঢাকা দিনপতি,
নিশীমুখে যাবার আগেই
জ্বালতে হলো রাতবাতি।