বিজয় বিষাদ
বিধান


একটি বছর ঘুরে আবার
বিজয়ের দিন এলো,
স্বাদটা পেতে এই বিজয়ের
অন্তর আঁখি খোলো।
বাংলার  আকাশ মুক্ত হলো
লক্ষ প্রাণের ত্যাগে,
তাইতো মোরা দেশ মাতাকে
শ্রদ্ধা করি আগে।
মুক্ত আকাশ মুক্ত মাটি
তবু বিষাদ বুকে,
ভীনদেশেরই তোষণ করে
দেশের কিছু লোকে।
বসত করে এই দেশেতে
অন্যের তোষণ করে,
শাসন করতে হবে তাদের
এই দেশেরই তরে।