ধর্মই সত্য
বিধান


ধরার মাঝে প্রাণী যতো
একই প্রভুর সৃষ্টি,
ভালোবেসে রেখো তাদের
দিওনা বিবেধ দৃষ্টি।
কোথায় ছিলাম কোথায় এলাম
এটাই যদি ভাবি,
জীবের সেবা করলে পরে
প্রভুর চরণ পাবি।
প্রভূ বিনা এই ধরাতে
আপন  যে কেহ নাই,
ভব সাগর পারি দিতে
প্রভুর  যে কৃপা চাই।
ধর্ম মোদের সুরক্ষা দেয়
তাইতো করি পালন,
অন্তরেতে প্রভুর বানী
যত্নে করি লালন।
ধর্মের বর্মে রক্ষিত রই
ধর্মের আইন মেনে,
অবজ্ঞা না করি যেন
সত্যটা না জেনে।