ঈদের দিনে
বিধান


একটি বছর ঘুরে আবার
এলো খুশির ঈদ,
এটা ভেবে গাই আমরা
সদা সাম্যের গীত।
গরীব ধনী ঈদগাঁ মাঠে
নামাজ পড়তে যায়,
তাদের দেখে খোকন সোনা
ছুটছে চপল পায়।
ঈদের দিনে সবার যখন
কুলাকুলি হয়,
এটা দেখে ভাবছি বসে
কেউতো পর নয়।
ঈদের দিনে কারো মনে
হিংসা বিদ্বেষ নাই,
চিরদিনই এমন করে
চলতে মোরা চাই।