মধুর ভাষা
বিধান


বাংলা-ই হলো মধুর ভাষা
সব ভাষার সেরা,
এই ভাষাতেই কাব্য রচি
হয়ে আত্মহারা।


এই ভাষাতে রচিত কতো
গীতি কবিতা গান,
শুনিয়া মোরা কাব্যের কথা
জুড়াই মন প্রাণ।


রবি ঠাকুর নোবেল পেলো
বাংলায় কাব্য লিখে,
তাইতো আজি সারা বিশ্বে
বাংলা ভাষা যে শিখে।


আন্তর্জাতিক  মাতৃভাষা
স্বীকৃত বাংলা ভাষা,
এই ভাষাতে গান যে তোলে
শ্রমিক মাঝি চাষা।