মমতাময়ী শিক্ষা মাতা
বিধান


প্রথম শিক্ষা মাতা তুমি মমতাময়ী মা,
এই ধরাতে হয় না কোন তোমার যে তুলনা।
ভুমিষ্টের সাথে সাথে পরম যত্ন করে,
তখন থেকে শিখাও মাগো সারা জনম ধরে।
কথা বলতে তুমি শিখাও  উঠ বস হতে তুমি,
তাইতো মাগো সারা জীবন তোমাকে যাই নমি।
হামাগুরি আর দাঁড়াতে শিখাও গো তুমি মা,
আগুন পানি আকাশ মাটি এটাও  যে চিনতাম না।
এই ধরাতে আছে কত বস্তু জীব ও জড়,
একটা একটা ধরে চিনাও কত যে কষ্ট কর।
খেলার ছলে বর্ণের সাথে পরিচয় দাও করে,
তাইতো মাগো শিক্ষার আলো আসলো আমার ঘরে।
তোমার মুখের ভাষায় আমি কাব্য লিখি পড়ি,
তোমায় শ্রদ্ধা জানাতে মা মাথা নত করি।