প্রভুর খোঁজে
বিধান


গগন পানে তাকিয়ে আছি
যদি তোমার দর্শন পাই,
দয়াল তুমি কোথায় আছ
তুমি বিহীন কেউতো নাই।
পাহাড় থেকে পর্বত হয়ে
যাই গড়িয়ে নদীর ধার,
আশায় আছি তোমার দেখা
পাইব আমি নদীর পাড়।
জানিনা প্রভু সাধন করা
কেমনে তুমি  তুষ্ট হও,
তোমায় ডেকে যাচ্ছি আমি
তুমি আমায় দর্শন দাও।
নদীর ধারে না-পেয়ে তোমা
সাগর তীরে ভিড়াই তনু,
পাইব বলে খুজিয়া ফিরি
স্বাক্ষী আছে এবার ভানু।