শরতের ফুল
       বিধান


ঋতুর রানী শরৎ কালে
হরেক রকম ফুটে ফুল,
কাঁশ ফুলেরই শোভা  ছড়ায়
ঘেসে যেন নদীর কুল।
ঝিলের জলে শাপলা ভাসে
ফুটলো আরো পদ্ম ফুল,
ফুলের বাহার দেখে আমার
মনের ভিতর লাগে দোল।
শিউলি বেলী ফুটে আছে
আমার বাড়ির বাগিচায়,
সকাল বেলা নয়নতারা
সৌরভ যে ছড়িয়ে যায়।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে
কামিনী ফুল লুকিয়ে,
বকুল তলায় পড়ে আছে
বকুল ফুল যে বিছিয়ে।
ঝাকঁড়া পত্রপল্লব ফাঁকে  
সপ্তবর্ণা ফুটেছে,
দুপুরচন্ডী ঘরের কোনে
দুপুর বেলা উঠেছে।
চিরহরিৎ ঝাঁকড়া মাথায়
কাঠমল্লিকা যে ফুটে,
শীতকালে যে থাকে না সে
সারা বছরেই জোটে।