স্বপ্নের রানী
বিধান চন্দ্র ধর


সেই কিছু দিন আগে
ঘুম থেকে স্বপনে
নেত্র মেলি ধরনীতে,
চাহিয়া কিছু দুরে দেখিলাম কাহারে
কি অপরুপ সাজনীতে।
একটু কাছে গিয়ে বলিলাম, কে তুমি?
একা দাঁড়িয়ে আছো, কেন এখনি?
সে আস্তে করে বলিলো,
আমার পরিচয় দিয়ে কি হবে শুনি?
একা দাঁড়িয়ে আছি তো আমি, তোমারই জন্যি।
তাহার কথা শুনিয়া হৃদয় পুলকিত হইলো,
ভাবছি তাহাকেই বানাবো আমার হৃদয়ের রানী,  
তবে... আমি তো আছি স্বপনের ঘোরে,
আর...উদয় হইবে দিবাকর ভোরে।
আরক্ত আকাশে সুর্য্যি উঠিল যখন,
ঘুম ভাঙ্গিয়া গেল তখন।
মনে মনে ভাবি, কে তুমি স্বপ্নের রানী?