আব্বা, কবিতা জানি কি ?
আব্বা : ধর, তুই আকাশে একটা পাখি দেখলি  সেটা আবার রহমতকে বললি,  রহমত আবার বলরামকে বলল, মাঝের যেটুকু সময় পার হইছে ঐটাই আসলে কবিতা |
কি বলেন আব্বা ?
এখানে কবিতা কই ?
'এখানে' শব্দটাই তো কবিতা ?
কি বলেন আব্বা !
ধর, সাধণ পুকুরে ডুব দিলো
ঘাতকও পুকুরে ডুব দিলো
সাধণ উঠে আসলো
এ দুইয়ের মাঝখানের সময়টাই তো কবিতা |
কি বলেন আব্বা ?
এখানে কবিতা কই ?
ধর, একজন পাকা বাড়ির ডিজাইন নির্মাণ করলো
কিন্তু ভিতরে ফার্নিচার নেই
আরেকজন খরকুটো দিয়ে বাড়ি নির্মাণ করলো
কিন্তু ভিতরে ফার্নিচার আছে
এই ফার্নিচার থাকা না থাকার মাঝের সময়টুকুই তো কবিতা |
আব্বা ?
আমি আর নিতে পারতাছি না |
এই যে নিতে পারতাছোস না
কিন্তু কিছুক্ষণ পরে যেটা ফিরে আসবে ঐটাই আসলে কবিতা |