আমি একদিন সরাত আলী হাজী সাহেবের কাছে গেলাম
ভাবলাম-একটা কাজ তাকে দিয়ে করাতে হবে
এর ভিতরে মাগরিবের আজান দিয়ে দিল
ভাবলাম নামাজটা পড়ি
যাওয়ার আগে কি মনে করে তার অফিসে উঁকি দিলাম
একদিকে আজানের শব্দ আরেকদিকে গানের শব্দ
সরাত আলীর পাঁ টেবিলের উপরে
মাথা চেয়ারে দুলছে
বিশাল পর্দা নিয়ে নাচছে হাজারো নর্তকী
আমি অবাক
চলে যাই মসজিদে
মাঝ পথে মাথাটা কিছুটা ঘোরে
নিজেকে সামলে নিয়ে কিছু সময় ধ্যান করি
রাস্তা দিয়ে আসার পথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শুনতে পাই
সাথে লা------ শা রিকা লাকা লাব্বাইক
কিন্তু এটাতো আমার শোনার কথা না
এটা-তো শুনেছিল সরাত আলী
দেখেছিল সুন্দর মক্কা নগরী
তার ভিতরে ক্রমান্বয়ে বেড়ে উঠার কথা এই শব্দ
কিন্তু কী দেখলাম !
সরাত আলী জৌলসে মক্ত হয়ে আল্লাহর আহ্বান ভুলে যায়
ভুলে যায় পরকালের কথা
শুধু মনে রাখে আমি হাজী সাহেব--- হাজী সরাত আলী
এ কথা ভাবতে ভাবতে তার কাছে গেলাম
কাজ শেষে চলে এলাম
তবে তার ঘরে অদ্ভুত এক গন্ধ পেলাম
যা ভেসে আসে ময়লার স্তুপ হতে ৷