কবির কোন নীতিমালা নেই
মানব কর্মই কবির নীতিমালা |
যেখানে সাদা রং থাকবে
কবি চলবে সেখানে |
তুমি যদি বলো :
বিচার শালিস সব মানি
বটগাছটা আমার,তাহলে সেখানে কবি ও কবিতা থাকবে না
থাকবে শুধু জড়তার কথামালা |
সেখানে চাইলেও কোন শুদ্ধ ফুল ফুটবে না
গ্যাসের কিছু নীতিমালা সেখানে থাকবে, আর
হাসি নিয়ে মলিন কিছু পাখি থাকবে, আর থাকবে
পাহাড়ের মধ্যে ঝরনা দেখানোর আগ্রহ
শুকনো কিছু পানি সেখানে প্রমাণিত হয়ে প্রবাহিত হবে কিছুদিনের জন্য
এভাবেই জীর্ণ একটি কবিতার অপমৃত্যু হবে অকালে |