আমাকে যখন তুমি চিন না আর
কিভাবে আমি দোষ দিব তোমার
আমি নিজেকে করেছি অপরাধী
এতেই হতে পারি আমি সফলকামী


কবিতার ভাষা নিষ্ঠুর হয় নি কোনকালে
উন্মাদ যতই বলো তুমি অবসাদ অনুরাগে


কোন কিছুতে হয়নি আমার ভুল
খুঁজে দেখতো পারো তুমি
আমার কবিতার শব্দকুল


যায় না সহজে ভাঙ্গা অভিমান
আমাকে ভালবেসে দেখ আমি সমমান


বৃত্তের ভিতর বানিজ্যিক চিন্তাধারা
আমি মাত্রাহীন স্বাধীনতার সমধারা