আমি নাক ডাকি, নাক ডাকবো, তাতে তোমার কী ?
তোমার কথায় নাক ডাকা বন্ধ করবো না আমি
কারন এ আমার অধিকার
এ অধিকার আমি পেয়েছি বাবার কাছ থেকে
এ অধিকার পেয়েছি আমার মায়ের কাছ থেকে
আমার দাদা নাক ডাকতো, আমার নানা নাক ডাকতো
আমার দাদি নাক ডাকতো, আমার নানী নাক ডাকতো
আমি নাক ডাকা পরিবারের সন্তান


কই,তুমি যখন নাক ডাকো তোমাকে কী নাক ডাকতে নিষেধ করেছি
বরঞ্চ দেখেছি তোমার নাকের কর্কশ কন্ঠে হাবু ভাই কতোবার সাইকেল থেকে পড়ে গেছে নিচে
বিপাশারা চুল বাঁধতে গিয়ে চুলের সৌন্দর্য কতবার হারিয়েছে
তখনো আমি তোমাকে বলিনি কেন এভাবে নাক ডাকো


আমি চিরকাল নাক ডাকবো আমার মত করে
কেননা আমার নাক ডাকায় হাবু কিংবা বিপাশা এলোমেলো হয় না তার নিজস্ব গতির কাছে
সমুদ্রের মাছ কখনও প্রতিবাদ জানাতে আসে না
তার খেলা নষ্ট করেছি এ অজুহাতে
কিংবা পাখিরা আকাশে মিছিল করে না আমার নাক ডাকায় তাদের ঘুম ভেঙ্গেছি বলে
বনের সিংহও কখনও আসেনি তাদের বন রাজ্যের ক্ষতি হয়েছে আমার নাকের শব্দে এ ভেবে
কিন্তু দেখেছি তোমার নাকের বিকট শব্দে ছিন্ন হয়েছে অনেক বন পর্বতমালা এমনকি সমুদ্রের উত্তাল ঢেউ করে নিয়ে গেছে প্রাণিকুলকে অবশেষ খন্ডিত লাশ করে
আমি কিংবা আমার পরিবারের নাক ডাকায় এত ভয়াবহ সুনামি কখনও হয়নি
সুনামি, আইলা, সিডর, করোনা ভাইরাস, বার্ড ফ্লু ইত্যাতি তোমার নাকের জীবানু ও শব্দ দ্বারা আজ আবার মহামারি বিষ সীসা আকার ধারণ করেছে
যা তুমি তোমার পরিবার থেকে যুগ যুগ ধরে হরমন আকারে এনে আমাদের মাঝে দৃশ্যমান করছো
এ এক অভিশপ্ত জীবন তোমার এবং তোমাদের
তাই আমি আমার নাক নিয়ে গর্বিত
ক্ষতি সাধন করিনি কারো, তোমার নাকের মতো করে।