এসবের কোন প্রয়োজন ছিলনা
পৃথিবী ছোঁয়া বাতাস
আলোর ভালবাসা দিয়ে বারবার আসা
চন্দ্রের দেহে লাল আভার দৃশ্য
তারাদের ঘুমহীন চিত্র
সুখ দিয়ে ঘুরে বেড়ানো
এসবের কোন প্রয়োজন ছিলনা ৷


প্রয়োজন ছিলনা সমুদ্রের উদারতা
বৃক্ষের ছায়া ও নিশ্বাস কারুকাজ
ছিলনা মনমুগ্ধকর ফলের কোন স্বাদ ৷


অলৌকিক ক্ষমতা দেখার
বাহঃ বাহঃ উচ্চারণ
গলিত লাশ জাগ্রত করা
এসবেরও কোন প্রয়োজন ছিলনা ৷


প্রার্থনা করার কঠিন মন্ত্র শেখার
বাড়ন্ত সভ্যতাকে স্বপ্ন দেখানো
যাদুকর কর্তৃক অসাধারণ শিল্প দেখানো
এগুলোরও কোন প্রয়োজন ছিলনা ৷


বিভেদের কালো দাগ এঁকে শিশুর কান্না
রাস্তায় ঘুমিয়ে পড়া
সৃজনতা কুন্ঠিত করা
দৈবিক চাদরে বেত্রাঘাত করা
এসবের কোন প্রয়োজন ছিলনা ৷


প্রয়োজন ছিলনা শষ্যে ভরা ক্ষেতের
নুয়ে পড়া সবুজ আহ্লাদ
ক্ষুধা মেটানোর জৈবিক চাহিদা ৷


আতুর ঘরে বাসস্থান গড়া
এখানে শুধু প্রয়োজন ছিল ৷