বাবা, আমি তোমাকে অনেক ভালবাসি
আমার হৃদয়ের গভীর স্থান থেকে ৷
আমার শরীরে অর্ধেকটা জুড়ে তুমি রয়েছো ৷
কখনো তুমি বুঝতে দাওনি ক্ষুধার জ্বালা কি ?
বুঝতে দাওনি অভাব কি ?
তোমার কোমল হৃদয় দিয়ে বলেছো-
মন দিয়ে পড়ালেখা কর ৷
ভাল মানুষ রূপে সোনার অঙ্গ দিয়ে
মানব সেবা করবি মনে ব্রত কর ৷
তুমি বাঙলাদেশ স্বাধীন করতে ভূমিকা রেখেছো,
যে ভালবাসা তুমি অন্যেকে দিতে পারো
সেই ভালবাসা তোমাকে দিতে পারা ভাগ্যের ব্যাপার ৷
কয়জনের সে ভাগ্য হয় বলো বাবা ?
দেখছো না বৃদ্ধাশ্রম নামে কি অদ্ভূত ভালবাসার কারাগার সৃষ্টি করেছে ; আধুনিক সূর্য সমাজ ৷
দীর্ঘ মেয়াদী চোখের জল সেখান থেকে ঝরে পড়ে ৷
সেটা নাকি ভালবাসার অভিশাপ ৷
সেই ভালবাসা নাকি রঙ্গিণ ঘুরি হয়ে
প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকে ৷
ভাগ্যিস সেই মোহে পরিনি বাবা !
আর কোনদিন এই দেহ স্পর্ষ করার আগে যেন, মাটি খেয়ে ফেলে আমার দেহ
বাবা তুমি দোয়া কর ৷
সূর্য সমাজ তুমি পচে মর ৷
বাবা, তোমার প্রতি ভালবাসা সময়ে দীর্ঘ হচ্ছে ;
বলোতো কেন বাবা ?
জানি এ উত্তর দেয়া কোন ব্যাপার না ৷ কারণ আমি তোমার সেই ছোট ছেলেটি ৷
একটু আবেগের পরশ প্রায়ই বসিয়ে দিতে আমার গালে ৷
ব্যথা পেলে বলতে- বাবা, কোথাও লাগে নি তো ৷
সেই ছোট ছেলেটি আজ বাবা হয়েছে ৷
তোমার ছেলে আজ বাবা হয়েছে ৷
সেই বাবা একটু খানি ব্যথা পেলে কলিজা ছিড়ে যায় ৷
মনে হয় অস্ত্রের আঘাতের জ্বালায় রক্তক্ষরণ হয় এ দেহে ৷
এখন বাবা তোমার প্রতি ভালবাসা দ্বিগুণ বেড়ে গেছে ৷
কারণ- তোমার অনুভূতি আমি পেয়ে গেছি ৷
আমি তোমাকে অনেক ভালবাসি বাবা
আমার সন্তানকে ভালবাসার পরিমাণে
হিসেবের সাদা পৃষ্ঠা ছিড়ে ফেলে তুমি থাকবে চিরকাল আমার এ অন্তরে ৷