আনন্দ যা করি, ভেবেছো কী তুমি ?
কিছুটা পাওয়া উচিত ছিল
অসহায় মানুষের ৷


রাজপথে জনগণ বইয়ে থাকে মগ্ন
কেতাবি ঢং, ভাবের মাঝে ! কিন্তু পথের
শিশুটি বুঝে না কোনটা হবে শুদ্ধ-অশুদ্ধ ৷


এইভাবে পথে পড়ে থাকে শিক্ষা
আমি কবি, আমি কবি
এটা কেমন হলো দীক্ষা !


ঘোড়ার ডিম স্বপ্নে দেখি বারবার
আসলে তার আছে কী আকার ?
সেটা নয় কী, কাল্পনিক অবতার ৷


বাস্তব তুমি বড়ই কঠিন
শিল্পে যা দেখা দরকার
চাদর খুলে শিশুটিকে বলো-
আমি তোমার আর কবিতার ৷