খলিল তোমাকে বলছি- একটি সমুদ্র স্থান থেকে বলছি । তোমার স্পর্ষ যখন পেলাম তখন তোমাকে নদীর একটি মোহনায় পেয়েছি ।সেই মোহনায় বসে দেহ-মনে ক্লান্তি দূর হয়ে যায় । যদিও তুমি আকাশ এবং পৃথিবীর মধ্যবর্তী স্থানে সর্বদা বসে থাকো । তোমাকে দেখার জন্য, আকাশ দেখার জন্য , সেই মধ্যবর্তী স্থানে আমি প্রায় ছুটে যাই এবং শূণ্যে ভাসি আনন্দ ভ্রমনে ।
আমি আর তুমি যখন চা খেতে বসি শূণ্যে স্থানে ।
তখন তুমি আমাকে বিশাল মনুষ্য পাহাড় দেখাও ।
আমিও তোমাকে মনুষ্য পাহাড় দেখাই । তুমি যখন তোমার কেন্দ্র বিন্দুতে ঘুরতে থাকো অবিরত, তখন তোমার উপলব্ধিগুলো আমার উপলব্ধির মিশে যায়, যদিও তুমি পৃথিবী ভ্রমণে আমার কিছুটা সিনিয়র হও, তবুও তোমার পূর্ববর্তী সময়গুলোকে আমি চুড়ি করে আজ আমি তোমার সঙ্গী রূপে ভাসমান হাওয়ায় দুলছি । খলিল তোমার এই শূণ্যে চলা কতকাল জানি না,
তবে মনে রেখো খলিল, তুমি যতোকাল সূর্য স্নান করবে আমি তোমার বন্ধু রূপে সেই সূর্য স্নান করবো চিরকাল ।
তুমি আমি শূণ্যে ভাসবো আর ভাসবে আমাদের ভাসমান কথা শুণ্য স্থানে ।