কারা যেনো পিছন থেকে বলল :
চিন্তার পরিধি বাড়া,
বললাম : দাঁড়া ?


তোরা যেনো কারা ?
একজন বলল- আমি স্বপ্নের দল
আলো করে ঝলমল, আমি আকাশের তাঁরা |
আমি বললাম- তাঁরার ভিতরে দেখি ক্ষত
বলল- কোথায় ক্ষত ? তাঁরা আমাদের কাছে নত |
আমি নদী দেখিয়ে বললাম : বল তো ওখানে কি দেখা যায় ?
চিন্তার পন্ডিত বলল : ওখানে পানি দেখা যায় |
তখন বুঝলাম ও মূর্খ,
আমি বললাম : ওরে পাগল, ওখানে ঢেউ দেখা যায় |


এই কথা শুনে আরেকজন দৌড়ে পালিয়ে যায়....
তখন
চিন্তা-চেতনা
চারপাশ
ঘুরপাক খায় |