আল্লাহ্ করেছে একটি রহস্য জানালা
তা খুলে বিভিন্ন কৌতূহল মানুষ মনে
তাকিয়ে বেড়াচ্ছে চোখের দুর্বল কনিকা ৷
কেউ দেখে বিশাল আকাশ ৷
নক্ষত্র ঘুরছে
সূর্য আলো দেয়
ইত্যাদি, ভাসছে মহিমা আল্লাহ প্রকাশ ৷


শূন্যে বহু আলো রশ্মি দূরে চোখ যায় না
কেউ কেউ লেন্স লাগায় বিন্দুতে শুনি
কিছুটা অনুমেয় বাকিটা ধূসরের নীলিমা ৷
তখন খুলে ফেলে লেন্স ৷
যা দেখে না অভাগা
ভাবে দেখে অনেক
আসলে কিছুইনা
তখন বিভ্রম ঘিরে ধরে গবেট সেন্স ৷


এ নিয়ে শিক্ষিত হয়, অদৃশ্যে প্রজ্ঞা বারে
কিন্তু ঢেকে থাকে জানালায় অন্য কিছু ৷
মনের বাড়িময় সে ছুটে বেড়াচ্ছে তবু
চোখের প্রচারণা বাড়াতে চল অভিসারে ৷