মালিকহীন জমিনডা লইয়া অনেকদিন
ঝামেলা চলতাছে ৷
জানি হেরাই ওই জায়গাটা পাইবো
হেগো সাথে চরের মানুষগুলা আছে
বাবজানরে সব কিছু নজরে দিছি ৷


আন্গো আব্বায় কইছে-
হেগো লগে পারতাছোস না, তইলে চুপ
থাকবি কেন ৷
মামলাডা কইরা দে, নাইলে দ্বিতীয় বিয়াটা
করাইয়া দে ৷
দেখবি সব ঠাণ্ডা অইয়া গেছে ৷
বাবজান, হেরা যদি আন্গো নামে মামলা
কইরা দেয় ৷
শুইনাই বাবজান কয়-
সংসারটা কী হেগো না আন্গো !


আমি মাথাটা দুলাইয়া কই বেবাগটাই আন্গো ৷
এ কথাগুলা শুনতাছিল সোবহান মাদবর
হেয় আমারে কইলো :
দেখরে ছোকড়া, প্রত্যেকটা মাইরের
একটা তিক্ততা আছে ৷
হেরাও যে একদিন তগো নামে মামলা দিবো না,
দ্বিতীয় বিয়াটা তগোরে করাইবো না, এটা-
বুঝে না তোমার বাপে ৷


এহন না হয় জমিনডাই নিছোস
একদিন ঠিকই সেইডাও ছাড়বি ৷