অনেক ভালবাসার কবিতা একটি জাহাজের মত
সুন্দর অহমিকা পেরিয়ে কালমার্কস কিংবা লেলিনের মত
উর্ধ্বাকাশে স্বপ্ন জাল বুণে পেরিয়ে যায় অনন্ত সময়
যেখানে বাতাস পাতারা কথা বলে মহা জননী মাদার তেরেসার সাথে
দীর্ঘশ্বাসে ছুটে চলা প্রতিটা নিশ্বাস মাথা উঁচু হয়ে দাড়িয়ে থাকে নিজস্ব ভঙ্গিতে প্লেটোর ঘাড়ে বসে সক্রেটিস
তারপর মেঘের আড়ালে লুকিয়ে থাকা প্রসাদ ছুয়ে দেয়
একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্ম
উঁকি দিয়ে দেখে মার্ক টয়েন লক্ষ কোটি মহা মানব ।
তারপর ভালবাসার কবিতারা ছড়িয়ে পড়ে বিশ্ব হতে বিশ্ব
হকারের মত
ডেকে তোলে এক বিশ্লেষণে ।