তোমার ভিতরে বোধ জাগ্রত হলেও তোমরা বার বার মরে যাও, সূর্য যেমন মরে যায় রাত্রিকালে ।
তেমন যুগে যুগে তোমরা রাত্রি আর দিনের আশায় পড়ে থাকো
অনন্তকাল ।  
তোমরা এখনো আলোকে ধরে রাখতে পারো না
তোমাদের মন দাসত্বের কারণে ।
কিন্তু তুমি তোমাকে আলোর পৃথিবী করে দিয়ে একটি অসম্ভব যুগ এনে সূর্যকে থামাতে পারতে নিজের মতো করে
যদি তুমি নিজেকে ভালবাসতে ।
নিজেকে ভালবাসা কঠিন কিছু নয়
একটি অবিশ্বাস্য প্রতিশ্রুতি তোমাকে মুক্ত করতে পারে
যদি একবার বলো- সূর্য আমি তোমায় ভালবাসি ।