সববে সত্তা ভবন্ত ছুকিতা আত্মা
জগতের সকল প্রাণি সুখি হোক
বলতে বলতে যখন ঠাকুর এক ঝাক মুরগীর পাল দেখলো
তাদের পিছে ঠাকুর ছুটলো
মুরগীর মালিক ঘটনাটা দেখলো
ঠাকুর আপনি অনেক ক্ষুধার্ত
কিছু খেতে আসেন
মুরগীর রানটা পাতে তুলে দিতেই
ভগবানই খাওয়ান
তোমাদের ভগবান মঙ্গল করুক
ঠাকুর এই বলে চলে যেতেই
একটি খোলা মাঠে প্রেমিক তার প্রেমিকার হাত ধরে বলছে-
"ওং কাম দেব হস্ত উত্ত মং কুরু কুরু সাহ অনন সপ্ত অভিমন্ত্র সং ভস্ষ অতি সাহ ভস্ষ ভবতি "
আমি তোমাকে অনেক ভালবাসি
মন্ত্রের কসম করে বলছি
যদিও মন্ত্র আমি বুঝি না
আরেকদিকে হুজুর যখন বললেন জীবে দয়া দেখানো মহৎ কাজ
তখন একটি বিড়াল তার বাচ্চা রেখে নিরুদ্দেশ
বিড়ালের বাচ্চা দেখে হুজুর বললেন-
আহা রে বাচ্চাগুলো কত অসহায়
আল্লাহ খাওয়াবেন বলেই হুজুর চলে যেতেই
এক বালক-বাচ্চাগুলোকে দুধ খাওয়ানো শুরু করলো
যদিও বালক-জীবে দয়া লেখাটি একবার বইয়ে পড়েছিল
বিড়ালদের মা যখন ফিরে আসলো
বালকটি বাড়ি ফিরে গেল
কিন্তু বিড়ালগুলো তার পিছে ছুটলো
এভাবেই ভালবাসা প্রকাশিত হলো ৷