মায়ের কথা যখন ভাবি শিহড়িত মন
তিনিই-তো গর্ভে রেখেছেন ভালবেসেছেন
সহ্য করেছেন বেদনাতে আমাদের ব্যাথা
তাঁর প্রতি কবিতাতে কথা, যত আমি বলি
কত যে ঋণ কত যে তাঁর অবদানগুলি
শিশুকালে অবুঝ যখন পাশে রয়েছেন
তিনিই আমার "মা" জননী খাদ্য দিয়েছেন
আমার কি ছিল সাধ্য চলা তিনি গড়েছেন
অসুখ যখন দেহে এলো তিনি চিন্তিত
খোদার কাছে হাত তুলেছে বলে ভাল কর ।


আজ অনেকের মাকে দেখি চোখে তার পানি
সন্তান তাকে নাকি ভুলে শয়তানের পথে
বৃদ্ধাশ্রম একটি ঘরে তাকে দিয়ে আসে
এ সন্তান জাহান্নামী কুকুর শিয়াল
তার প্রতি ধিক্কার বলি মাকে ভালবাস
মা মা শব্দকে ভালবাস কর সম্মান ।