আমার এক বন্ধু ছিল প্রত্যেক সময়ে
স্কুল বলি অথবা কাজে সে ছিল সঙ্গী
যখন দেখেছি মন ডাকে বিষন্ন মন
সিনেমা, নাটক, দেখে ঘুড়ে সময়কে ধরে
দূর-দূরান্তে পারি দিয়ে কত দিন গেছে
মনপুরা সিনেমা দেখবো এই ভেবে তাই
কত আনন্দ উল্লাসে হলরূমে যাই
কিন্তু পাইনি কোন ফল নিরাসা সঙ্গী
তবে ছিল প্রত্যয় দেখবো মনপুরা ছবি
অবশেষে দুজনের পাস অনেক স্মৃতি ।


আজ বন্ধু দূরে রয়েছে তবু মনে পড়ে
স্মৃতির ডায়রিতে লেখা হাতরিয়ে মরে
তবে মাঝে মাঝে তাকে দেখি, নাই অবসর
আগের মতন সব কিছু হবে নাতো আর
যার যার সংসারে মেতে, চলে যায় দিন
আমার কি তবু তার সাথে, শেষ হবে ঋণ !