আইনজীবি.
কত পড়ালেখা উকিলের সত্য উপেক্ষিত জয় মিথ্যা
পড়নে কালো কাপড় তার, যেন শোকের ছায়া ব্যাখ্যা
কে আসামী কে নির্দোষ যেনে কোনদিন উকিল চলেনা
উপরে ন্যায়ের কথা বলে সব যেনে কালো সাদা করে ।
উকিলের নাই কোন বোধ খুনি অপরাধী সে মুক্তি দেয়
যে দেশে শুধু রাজনীতিতে আইন-কানুন খেলনা পুতুল
সে দেশে তার শাষণ দেখি অরাজকতায় তিনি ধন্য
আইনজীবি তুমি না যদি হতে পারো মানুষের জন্য
তবে তুমি ওকালতি ছাড়, রাস্তায় নেমে ভিক্ষা কর
না হলে কি করে বুঝবে যে সাধারণ লোকের কষ্ট ।


নারী....
নারীই সতী, নারী অসতী, নারী প্রসূতী, নারী প্রকৃতি
নারী অন্ধ, নারী জাগ্রত, নারী ঘুমন্ত, নারী মনিষী
নারী বেদনা, নারী শান্তি, নারী অশান্তি, নারী সাহস
নারী চেতনা, নারী ধংশ, নারী স্বর্গ, নারী নরক ।
নারী ভালবাসা দিতে পারে, নারী তাও কেড়ে নিতে পারে
নারী সুন্দরের প্রকাশ, নারীই কবিতার বিকাশ ।