মানুষ তার অবস্থা নিরপনে ভাবে
কেউ কি তার চাহিদা ছেড়ে দিয়ে যাবে।
মানুষ দিগন্ত সত্তা এক অর্থে কবে
ভেবেছিল শুধু তার মনচিত্ত নিবে।
অথবা শুধু দেখবে না বলবে কিছু
দেখবে অফুরন্ত হা নিয়ে যাবে পিছু।
যখন মেঘের দিক বৃষ্টি ছোঁয়া দেয়
তখন মেঘ ও বৃষ্টি মাটি ছোঁয়া নেয়।


মানুষ অবস্থা ক্ষণে দিকে দিকে চলে
তার চেয়ে গতি পেতে জোৎস্না তলে।
তবু মানুষ দাসত্বে অপরূপ সৃষ্টি
যদিওবা তার দিকে ছুটে চলে দৃষ্টি।
মানুষ ও সৃষ্টি দেখি তার গেছে লাজ
বক্রতার ভিরে একি হারিয়েছে কাজ।