যাকে ভুলতে চাই তাকে কি কোনদিন ভুলা যায়
ভুলা যায়না তার স্মৃতিময় দিন যা দিয়েছে
হাসি কিংবা গান, খেলা অথবা শত কাজ ফাকে
অবসর সময় কতদিন গিয়েছে তাকে ঘিরে।
বারী তোমাকে বলি, তুমি যখন বল, বাজী ধর
ভাল লাগার সীমা, নয় কোন অংশে তবু ভেবে
জানা-অজানা ভুলে রঙ্গের পশরা বসাতাম।


চায়ের আড্ডার ফাক-ফোকরে হেসে কত কথা
ক্যারাম খেলে‌‌‌ হেরে মাথা নিচু করলে চলে গেলে
সেখানে রাগ ছিল অভিমান খেলেছে নিয়মিত
তবু কেটেছে দিন আমি পাইনি কোন দোষ তার।
এ-তো সেদিন তুমি কিছুক্ষনের জন্য কাছে এলে
শরীরে জ্বর ছিল, তোমাকে বললাম ছুটি নাও
অফিস থেকে যাবে, যদি তুমি না থাকো, তার মত।


তবু তুমি শোননি, ছুটে গেলে অফিসে ভুল করে
ভুলের মাঝে তুমি, চলে গেলে ওপারে, কেন তবে-
মায়া-মমতা দিলে কেন এ প্রহসন অকাতরে
তুমি জাগ্রত রও তবু কাজের ফাকে ফিরে আসো ।।