বৃষ্টির ফোটা কম্পন তোলে মনে
যেমন নর্তকীর নূপুরের ঝুমুঝুমু শব্দ
মনকে আন্দোলিত করে, কল্পনার ‍‍‍‍‍‍‍‍‍‍‍রাজ্য
সৃষ্টি করে। অথবা প্রেয়সী যখন
হাত স্পর্শ করে কিংবা শরীর,
এক ধরনের ভাললাগা সৃষ্টি হয়
কম্পিত হয় হৃদয়। অথবা যখন
উদ্ভিদ আনন্দ পায় তার  দুঃখের
সময় পানির স্পর্শ গায়ে এসে
লাগে। আন্দোলিত শব্দটি বিস্মৃত ভূমিকায়
একেবেকে চলে মানবের অনুভূতিতে, কিংবা
প্রত‌্যেক পর্বত-জলধারায় এসে পড়ে।
যখন দালান-কোঠা নির্মিত হয়
মানুষ‍‌‌‍ আশ্রয় খুঁজে পায়, কিংবা
ভবিষ্যত নির্মানে কোন বাঁধা থাকেনা।
সুন্দর ভাবনা সমূহ মানুষের মনে
আন্দোলিত করে ফুটে উঠে তখন
হাসির মনোরম আভা তার চেতনাবোধে।
মানুষ দেখে সমুদ্রের অফুরন্ত ঢেউ
তাতে ঢেউগুলো যখন পায়ে এসে
পড়ে। তখন মন আন্দোলিত হয়,
অথবা সে ভাবে কিছু ছাড়া
সমুদ্র ও  মানুষ কত সুখ
পেয়ে থাকে এ পৃথিবী মাঝে।