ঐ দূরে শুনেছি আমি ব্যাকুলতা
কেউকি আছো কেউকি দেবে আমায়
কিছু অন্ন। আমার সন্তান যাচ্ছে
অনাহারে মরে, তোমাদের কাছে চাই
সাহায্যে ধনীর কৃপায় যদি দাও।
এ হাহাকার নারীর নয় মানুষের
পৃথিবীময় তা বিদ্যমান প্রত্যক্ষ অথবা
পরোক্ষভাবে। বৈষম্য চির শত্রু তাতে
কেউ খাবে ভাল, কেউ পাবেনা
আল্লাহ এটা চায়না। চায় সুন্দর
এক সমাজ হবে নির্মাণ। তাই
যাকাত হলো বিধান মানুষের কল্যাণে।
তোমার সম্পদ গরীব থেকে বেশি?
তাহলে কেন বসে আছো তুমি
সম্পদ দিতে হবে বিলিয়ে নিসাব
পরিমাণে। আল্লাহর বিধান যদি মানি
শুনতে হবেনা কারো আর্তনাত-ব্যথা
সমাজে তবে দেখতে পাবো হাসিমুখ
সকলের। নবীর শিক্ষা বাস্তব প্রতিফলন
তিনি করেছেন বায়তুল মাল স্থাপন
তাতে নিঃস্বর অর্থ হয়েছে বন্টন
সুন্দর শিক্ষা নিদর্শন। তাই এসো
হাতে হাত রেখে করি প্রতিজ্ঞা
চাইবো বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা।