আমার মনের আশা থেকে এলো
                                         খুশির একটি দিন
চেতনা বলেছে জাগ্রত করেছো
                                         তোমার মনের বীন।
যতো খুশিতে আমরা মেতেছি
মেতেছে পাড়ার সকল লোক,
এ খুশি কি ক্ষণিকে শেষ
শুধু ঈদে মিষ্টির ঝোঁক।
বোকামি করলে অনেকে করে
তাদের বুঝের অভাব বোধ,
জ্ঞানের স্বভাবে অজ্ঞান হলে
তাই মনে এসেছে ক্রোধ।


যখন এসেছে নতুন কিছুর
                                 এসেছে নতুন বার্তা
তার দিকে ঝুঁকে সব কিছু ভুলে
                                 করোনা ভালোকে ভর্তা।
বছর এনেছে ভুলের ক্ষমা
আমার তোমার যতো শিক্ষা,
দ্বন্দ্ব রেখে পুরানো ক্ষতিতে
নয়তো আর নবীর দীক্ষা।
বার মাস এভাবে যাক
যদি আমরা মানুষ হই,
রঙ্গ-তামাশা না মিটালে
চোখে দেখবে তুমি খই।
ঈদের দিনের আমেজের মাঝে
                                     লুকিয়ে রয়েছে পণ
কথা আর কাজে যদি মিল করি
                                     এ হলো পরম ধন।