তুমি আছো আমাদের মাঝে অনেক ভালবাসা প্রকাশে
রস বোধ সাহসের বার্তা তোমার আবর্তনে বিকাশে,
তুমি এলে কবিতার মাঝে জীবন চেতনার সাহসে
রবি নাম গর্ব নিয়ে ভরা আলোক-বর্তিকার আকাশে।


যুগে যুগে মহা মানবের পৃথিবী আগমন দেখেছি
একা তুমি বাঙলায় গর্ব সাহিত‌্যে অমরতা এনেছো,
যতো কবি কবিতায় আসে উদ্যেমতা জাগাতে
তাতে তুমি প্রাণ রুপ হয়ে সকল কবিদের ভরেছো।
লিখা যতো প্রত্যেকের মনে দেশের সীমানার বাহিরে
গীত মালা সংগীত যতো তোমার ঘরনার নাহিরে।


তুমি সদা বাঙলাকে নিয়ে কাব্যের ধারাগুলো এনেছো
অন্য দিকে জীবনের বাকে সুখের পরিবার ছেড়েছো।
এই দেশে বাঙলাকে দেখে অনেক কবিতার সৃষ্টিতে
তুমি দেশি আমাদের দেশি জাতীয় সংগীতে কৃষ্টিতে।
কুঠি বাড়ি কুষ্টিয়ার বাড়ি তোমার পরিচয় এনেছে
ঝিল পাড়ে নৌকা নিয়ে কত সময় অনেকটা গিয়েছে।
গুণী তুমি আমাদের দেশে যথার্থ মর্যাদায় ভূষিত
সর্ব দেশে সেরাদের ফেলে নোবেল পুরস্কারে ঘোষিত।
রবি তুমি আমাদের চিন্তা মনন সুস্থতায় রয়েছো
চির বাণী বাঙলার ঘরে সুন্দর বাড়তায় ঘিরেছো।