ভাল লাগা নেই, নেই উৎসাহ
তরুন দৃপ্ত মনকে নাড়িয়ে তুলবার
প্রত্যয় ব্যক্ত করবার যখন সময়
তখন চারিদিকে হাহাকার বিদ্রোহ সমবেত।
কিংবা যখন চেতনার কাছে আবদ্ধ
ছিলাম; স্বপ্নময় শিল্পগুলো ক্রমশ দূরে
বহুদূরে চলে যাচ্ছে আমি খুঁজছি
তবু বারবার হোঁচটে কবিতাকে বলেছি
আমিতো ছিলাম জন্মলগ্ন থেকে তোমার
সেবায় নিয়োজিত। তবু তুমি দেখনি!
শিল্প শিল্প করে নতুন আয়োজনে
অনেক তিক্ত অভিজ্ঞতা অথবা জীবন
স্রোতে ভেসে গিয়েছিল কিছু বেদনা
যার সীমানা অল্প, বেশি। যা
চিন্তাকে প্রভাবিত করেছিল বলেছিল কি
দরকার সাধনার। দোটানায় জীবন অধ্যায়
মাঝে মানসীর প্রবেশ সাহিত্য গিলে
খায়। অস্থির বাঁকাচোরা কিংবা উদাসীন
মনকে দাসত্বে বন্দী করে স্বাধীনতা
খোঁজা। এ কেমন ক্রিয়াকর্ম বুঝিনা!
যখন সত্য, মিথ্যা, বিশ্বাসকে মেরে
এই কবিত্বকে খোলা উদ্যানে নিলে
তখন আনন্দ, সৃষ্টিশীলতা উড়ে গেল।
তুমি হাঁসছো পরাজিত করে চেতনাকে
তবে কোন একদিন সে ফিরবেই।