মানুষ উদ্ধৃত পিচাশ বা কৃতদাস
অথবা সে নিজেকে প্রকাশ করতে
চায়: সে বিধাতার আসল সৃষ্টি।
যদি এটা হতো তার দৃষ্টি
সাম্য, মতামত, উদার মন, ঐক্যে
পারদর্শী, তাহলে হতো না কোন
কালো মনের সৃষ্টি। তবু পৃথিবীময়
মানুষ মনের গণ্ডি পেরিয়ে ভাবতে
পারেনা ভাল মন্দের ব্যবহার কতটুকু
সে শিখেছে। হিংস্র মনোভাব প্রকাশ
করাই যেন শ্রেষ্ঠতে তার পৌঁছনো।
সাগর-রুনি, বিশ্বনাথ, রুমি, ফারুকী
কি ছিল তাদের অপরাধ এ পৃথিবীতে?
মত স্বাধীনতা মানবিক বিশ্লেষণে অথবা
চিন্তার ব্যবধান ছিল একটি পর্যায়ে।
যদি নাই থাকে মত স্বাধীনতা
মূল্যহীন পদার্থ ছাড়া সে কিবা
হতে পারে। একটি মতামতে যদি
জীবন হয়ে যায় শেষ, তবে
বনের পশু হয়ে জন্মানোই ভাল
ছিল। শুধুমাত্র জীবন ধারণ করাই
মূখ্য বিষয় হিসেবে চিহিৃত হতো।
তবে পশুত্বকে বরণ না করে
মানুষ মানুষ হওয়া শ্রেয় নয়কি!