আমি কবিতা লিখি। করেছি একটি
অনশন। যারা কবিতা বোঝেনা, বলে-
দূর, দূরে গিয়ে মর, কিবা
হবে দুরবগম জ্ঞান আহরণ করে।
এ-তো সংকটের কাছে এনে
ধরে; অথবা জীবনের রস-বোধ
বুদ্ধির চাপে মরে যায়। তাদের
বলি: করেছো অর্থ উপার্জন অথবা
চার দেয়ালে বন্দী করেছো মনকে,
যান্ত্রিক জীবন শিখেছে তোমার আত্মা।
কি সুখে গড়তে হবে অট্টালিকা
যেখানে দুমড়ে হেলায় পড়ে থাকে
সাহিত্যর মৌলিক উদ্দেশ্যর অবকাঠামো
যুগ যুগ ধরে। সৃষ্টিশীলতা লোভী
হয়ে ঘাড়ে চেপে বসেনা বিনিময়
চায়না। মানবতা তার মৌলিক
অনুশীলন। তাই যন্ত্রের সাথে জ্ঞানের
সংঘাত। সাহিত্যকে যারা ভালবাসে না
অন্ধত্ব তাদের বরণ করতে হয়
চির সত‌্য নির্বাসনে দিয়ে লাভ নেই।
কেননা এর সারাংশ বিস্তারিত তথ্য
গঠনমূলে একটি রুপ মানুষ হতে
সাহায্য করে। তাই লিখে যাব
কবিতা যে যাই বলুক লোকে।