এ কেমন ভালবাসা দুজনের মাঝে
যেখানে থাকেনা বিশ্বাস শয়তান আনে
সর্বনাশ। সামান্য কথায় যদি চলে
আসে ক্রোধ তবে এ কেমন
তোমার বোধ। হাসি মুখ দেখে
কি যে ভাল লাগে সংসারে
এটাইতো চাওয়া। তবে থাকবে কেন
মুখ গম্ভীর কিছুই দিন হতেই!
ছোট ছোট ঘটনা রচনা করতেও
পারে সংসার ভাঙনের সৃষ্টি। আফসোস
আনলে না দৃষ্টি। যখন সময়
আধুনিক সভ্যতা গড়ার মানসিকতা ভাবতে,
সামাজিক দৃষ্টিভঙ্গীর পরিবর্তনে অক্লান্ত পরিশ্রম,
সমাজকে কিছু দেয়ার প্রত্যয় ব্যক্ত।
তখন ভালবাসাহীন কার্য পিছিয়ে দেয়
অবিরত। ভুলের মাঝে কিভাবে বাঁচবে
জীবন, দেখাবে মানুষকে সুন্দর পথ।
আমি কবিতা লিখতে ভুলে গেছি
ভুলে গেছি কিভাবে ভালবাসতে হয়
প্রিয়াকে। ভুলে গেছি আমার সরলতাকে।
মন আজ ক্রন্দন করে বলে-
এ কেমন ভালবাসা উপহার পেলাম
যদিওবা তুমি আছ কাছে কিন্তু
রয়েছো বহুদূরে মুখ কালো করে।